
ডেস্ক | বুধবার, ০৩ জুন ২০২০ | প্রিন্ট
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বুধবার এক টুইট বার্তায় বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার ভুল হতে বাধ্য, তবে সবার আগে সবসময় দলের প্রাধান্য নিশ্চিত করব।’ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিমকে অভিষেকের ১৩ বছর পর দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি একজন স্বতন্ত্র ব্যক্তি। অধিনায়কত্ব আমাকে টানে না। আমি মনে করি যে, আমি যদি আমার পারফরম্যান্সের মাধ্যমে আমার দলকে নেতৃত্ব দেই তবে সেটিই যথেষ্ট।’
একটি দলকে নেতৃত্ব দেয়ার মতো অভিজ্ঞতা না থাকার কথা মেনে নিয়ে তামিম বলেন, প্রাথমিকভাবে কিছু ভুল হবেই, তবে সর্বদাই নিজের থেকে দলকে গুরুত্ব দেয়ার আশ্বাসও দেন তিনি।
‘আমি যা কিছু করি মন থেকে করি। আমি অভিজ্ঞ অধিনায়ক নই, তাই ভুল-ভ্রান্তি হবেই। দেখা যাক কি হয়। আমি যদি সঠিকভাবে দল পরিচালনা করতে পারি তাহলে চালিয়ে যাব এবং তা না পারলে সবার আগে আমিই আত্মসমর্পণ করব,’ যোগ করেন তামিম।
Posted ৮:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar