
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ৭১৩ জনের। যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ শনাক্ত।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিআরএল এবং ইপিক হেলথ কেয়ারে দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ৪৭৭ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়ির ২০ জন, মিরসরাইয়ের ১৭ জন, সন্দ্বীপের ১৫ জন, বোয়ালখালীর ১৪ জন, চন্দনাইশের ১৩ জন, সাতকানিয়ার ১২ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, লোহাগাড়ার সাতজন, আনোয়ারার ছয়জন ও বাঁশখালীর পাঁচজন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৪৮ হাজার ৭৭২ জন ও উপজেলা পর্যায়ে ১৪ হাজার ১৪১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৩ জন। এছাড়া মারা গেছেন ৭৪৪ জন। এর মধ্যে নগরীর ৪৮৬ জন ও উপজেলার ২৫৮ জন রয়েছেন।
Posted ৮:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar