
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ মে ২০২২ | প্রিন্ট
আজ ঐতিহাসিক ১৭ মে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে প্রায় ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন তিনি। এবার দিবসটির ৪১ বছর পূর্তি হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় বিদেশে অবস্থানের কারণে তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। জাতির ইতিহাসের এ বিষাদময় ঘটনার সময় স্বামী পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে জার্মানিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এ দিনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুকে হারানোর পর তার অসমাপ্ত কাজ শেষ করতে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে ১৭ মের মতো এমন একটি শুভদিনের অপেক্ষায় ছিল বাঙালি। তাই শেখ হাসিনার স্বদেশ ফেরার দিনটিতে বিমানবন্দরে ছিল বাঁধভাঙা মানুষের জোয়ার।’
তিনি বলেন, ‘সেদিন বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরাসরি যান শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে। সেখানেও ছিল জনসমুদ্র। লাখ লাখ মানুষের সামনে শেখ হাসিনা বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।’
Posted ৯:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar