মিয়া রাকিবুল, আলফাডাঙ্গাঃ | ০৯ জুলাই ২০১৮ | ৬:৪৪ অপরাহ্ণ
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান (আহাদ)-কে জেলার সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
কাজের গুনগত মান,দক্ষতা, দুর্নীতি মুক্ত কার্য সম্পাদন,জগণের সাথে সু-সম্পর্ক,জগণের নিরাপত্তা নিশ্চিত করণ ইত্যাদি’র উপর ভিত্তি করে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক গবেশনায় “শেরে বাংলা এ.কে ফজলুল হক সংবর্ধনা এ্যাওয়ার্ড-২০১৮” পদকে তিনি ভূষিত হন।
গত ৫ই জুলাই বাংলাদেশ শিশু-কল্যাণ মিলনায়তন পরিষদ,তোপখানা, ঢাকাতে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র আয়োজনে সংগঠনের সাধারন সম্পাদক এম.শফিক উদ্দিনের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য আরও বহু পদকে ভূষিত হয়েছেন।তিনি প্রভার্টি অ্যালিভিয়েশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড, মাদার তেরেসাঁ এ্যাওয়ার্ড, রুরাল জার্নালিষ্ট্র ফাউন্ডেশন (আরজেএফ) এ্যাওয়ার্ড,রুরাল কালচারাল একাডেমীর শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক লাভ করেছেন।