
ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২০ | প্রিন্ট
ব্রাজিলের কনোরাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার নয়শোর বেশি মানুষ। মারা গেছে ১১৪ জন। এমন অবস্থায় নেইমারকে ‘ফূর্তি’ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার কারণে সমালোচনার মুখে পড়েন দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকা। অবশেষে সুবিধাবঞ্চিতদের সহায়তায় এগিয়ে এলেন সাম্বা কিং।
করোনা মোকাবিলায় ক্রীড়া জগতের সব বড় নামগুলো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তালিকায় নাম লেখালেন প্যারিস সেন্ট জার্মেইর এই ফরোয়ার্ড। করোনার প্রভাবে ব্রাজিলের দুস্থদের জন্য একটি তহবিল গঠন করেছেন দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব লুসিয়ানো হাক। সঙ্গে রয়েছেন সার্ফিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনা।
‘ব্রাজিলিয়ানস টু ডোনেট মানি’ নামের এই তহবিলে যোগ দিচ্ছেন সব তারকারা। একাত্মতা প্রকাশ করেছেন নেইমারও। একটি ভিডিও বার্তায় ২৮ বছর বয়সী তারকা বলেন, ‘সংহতি অবশ্যই ভাইরাসের চেয়ে শক্তিশালী হতে পারে।’ প্রিয় তারকার এমন পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন ভক্তরাও।
Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar