আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৯ মার্চ ২০১৭ | ২:২৮ অপরাহ্ণ
যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম জনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন যমুনা নিউজ পরিবার। রোববার সকাল নয়টা কাওরান বাজারে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসের সামনে (বিএসইসি ভবন) শ্রদ্ধা নিবেদন করেন তারা।
ফুলেল শ্রদ্ধা জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক মেহবুবা আফতাব সাথী, নির্বাহী সম্পাদ খালেদ ফারুকী, বার্তা সম্পাদক নয়ন মুরাদ, যুগ্ম বার্তা সম্পাদক রওশন জামিল, এছাড়াও কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ হয়দার, আনিসুর রহমান, আবদুর রহিম, মুমিনুল, নাজমিন আরা, আহমাদ আলী, শাহ আলম, সোহেল রানা, আহমেদ কবীর, রাসিব মোস্তফা, নোমান, সাইফুল, আবুল কাশেম, শাহনাজ শারমিন
উজ্জল জিসান, তরিকুল ইসলাম, কুসুম, মাইনুদ্দিন আরিফ, সুসান্ত সাহা, আরিফুল ইসলাম, তোফাজ্জল, মিরাজ, মুস্তাফিজুর, মুঈদ খন্দকার, হাসিবুর রহমান, তাজুল ইসলাম, জামিল, নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও সুরাইয়া মিষ্টি।