অনলাইন ডেস্ক | ২৫ জুলাই ২০১৭ | ৫:৪৯ অপরাহ্ণ
জার্মানির মিউনিখের বাসিন্দা ডেভিড সময় মত অফিসে পৌঁছানোর জন্য একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন। শহরের ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন সঠিক সময়ে অফিসে পৌঁছানো অসম্ভব। তাছাড়া যানজটে বসে থেকে থেকে অফিসে পৌঁছাতে পৌঁছাতে ক্লান্ত হয়ে যেতেন। তাই তিনি যাতায়াতের পথ হিসেবে বেছে নেন শান্ত ইসার নদীকে।
ডেভিড বলেন, “সাঁতার কাটার জন্য পানির তাপমাত্রা জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ”। আল্পস পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ইসার নদী। গ্রীষ্মে বেশ উষ্ণ থাকলেও শীতে পানি অনেক ঠান্ডা। তাই প্রতিদিন ইন্টারনেটে থেকে দেখে নেন পানির তাপমাত্রা। তারপর সেই অনুযায়ী সাঁতারের পোশাক নির্বাচন করেন।
পানিনিরোধক একটি ব্যাগে ঢুকিয়ে নেন ল্যাপটপ সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র। এরপর প্রয়োজনমতো সাঁতারের পোশাক পরে ব্যাগটা কাঁধে নিয়ে নেমে পড়েন ইসার নদীতে।বেশ আরাম করে সাঁতরে সাঁতরে অফিসের কাছে কালচার তীরে পৌঁছান তিনি। পাড়ে উঠে পোশাক পাল্টে নেন। তারপরে কফিহাউসে গিয়ে বড় এক মগ কফি পান করে ফুরফুরে মেজাজে অফিসে ঢুকেন।
সারা দিন কাজের পর মাঝে মাঝে সাঁতরে বাড়িও ফেরেন তিনি। এতে যেমন তাঁর সময় বাঁচে, তেমনি শরীর চর্চাটা ও হয়ে যায়। তাঁকে সাঁতরা কাটতে দেখে অবাক হন তীরের পথচারীরা। আর সহকর্মীরা তো রীতিমতো হিংসাই করেন। তবে কেউ কেউ মাঝেমধ্যে তাঁর সঙ্গে সাঁতারে যোগ দেন।