আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬:০০ অপরাহ্ণ
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ (কেশবচন্দ্র মহাবিদ্যালয়) শিক্ষাঙ্গণ প্রাঙ্গাণে অন্যতম সাংস্কৃতিক সংগঠন কলেজের থিয়েটার গ্রুপ। ‘‘আমরা মঞ্চের সৈনিক, নাটক আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার’’ শ্লোগানকে সামনে রেখে। ১৬সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার সমায় কলেজের বকুল চত্বরে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও সংগঠনের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
কলেজ থিয়েটারের সভাপতি মীর অমিত হাসান দিপ্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. বি এম রেজাউল করিম, অধ্যক্ষ সরকারি কে.সি কলেজ ঝিনাইদহ। সে সমায় এ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে ইপস্থিত ছিলেন, সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ পৌরসভা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজর উপাধ্যক্ষ, প্রফেসর সুনীল চন্দ্র দাস, সম্পাদক শিক্ষক পরিক্ষদের মো: আসাদ-উজ-জামান, সহযোগী অধ্যপক, রসায়ন বিভাগের এস এম আসাফুদ্দৌলা, প্রভাষক, বাংলা বিভাগের মো: রবিউল ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক, মো: হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তত্বে বলেন, তোমাদের সৌভাগ্য তোমরা এ কলেজে ভর্তি হবার সুযোগ পেয়েছ। তোমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ও ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্বুদ্ধ হয়ে আলোকিত কারিগর হতে হবে। ভাল করে লেখাপড়া করে ভাল মানুষ হয়ে ভাল কাজের মাধ্যমে তোমরা তোমাদের অবস্থান বাংলাশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
এ অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরন ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়।