
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | প্রিন্ট
কর্মক্ষেত্র ও এর বাইরে সর্বত্র দুর্নীতিতে জড়ান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, দুর্নীতির মাধ্যমে তিনি অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে আমলযোগ্য সব তথ্য মিলছে।
তাঁকে আইনের আওতায় আনা হচ্ছে।
সূত্র জানায়, ড. এম মোশাররফ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের যাবতীয় হিসাব চেয়ে ১ জুলাই নোটিশ পাঠিয়েছে দুদক। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ১৫ জুলাই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহা. নূরুল হুদা। আর অনুসন্ধান কার্যক্রম তদারক করছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar