
ডেস্ক | শুক্রবার, ০৫ জুন ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দাউদ ইব্রাহিম। তিনি একা নন, তার স্ত্রী, ব্যক্তিগত দেহরক্ষী এবং এক কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও দ্য ওয়ালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দাউদ ইব্রাহিম কাসকর পাকিস্তানের করাচির মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন।
মুম্বাই হামলাসহ অনেক হামলার সঙ্গেই দাউদের নাম জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত ধরতে চেয়েছে দাউদকে। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সাফল্য আসেনি। প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী মেহেজবান ও দাউদ দুজনেই আপাতত হাসপাতালে রয়েছেন।
দাউদ সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে বলে একাধিকবার দাবি করেছে ভারত। তবে পাকিস্তান বরাবরই ভারতের দাবি অস্বীকার করেছে।
Posted ৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar