নিজস্ব প্রতিবেদক | ২৩ নভেম্বর ২০১৭ | ৭:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ উপজেলা এলডিপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যি এলডিপির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়। ৫ই জানুয়ারীর নির্বাচন দেখেছি, ইউপি, উপজেলা নির্বাচন দেখেছি। সব জায়গায় রাতের বেলা সিল দিনের বেলা গননা ছাড়া আর কিছু নয়। তাই দরকার নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকার। তিনি বিচার বিভাগ ও রোহিঙ্গা সম্পর্কে সরকারের সমালোচনা করেন।
আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন এলডিপি’র সাংগঠনিক সম্পাদক এম এ বাশার, বিশেষ অতিথি গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক সফিউল বারী রাজু।
বাহারুল আলম মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজগর ইসলাম বাবু ও যুবদল নেতা আতিকুল রহমান ফারুক প্রমূখ।