
| শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
মাত্র এক বছরের মধ্যেই সাংসদীয় কাজে দক্ষতা প্রদর্শনের জন্য অভিনেত্রী নুসরাত জাহানের মাথায় জুড়ল নতুন পালক। কলকাতা এই নায়িকা সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দুদিন আগে এক অ্যাওয়ার্ড শোয়ে ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা।
এদিন স্বামী নিখিলের পোশাকের আউটলেট ‘রঙ্গোলী’র শাড়িতেই নিজেকে সাজিয়েছিলেন নুসরাত।
কালো নেলপলিশ, গাঢ় লিপস্টিক আর ম্যাচিং গয়নার হাল্কা সাজেই নজর কেড়েছিলেন সাংসদ-অভিনেত্রী।
অ্যাওয়ার্ড পাওয়ার খবর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন নুসরাত। লিখেছেন, ‘১৫ তম ‘তুমি অনন্যা সম্মান’ পেয়ে আমি খুশি। দেশ এবং দেশের মানুষের জন্য যাতে নিজের সেরাটা দিতে পারি।’
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar