
| সোমবার, ০৮ জুন ২০২০ | প্রিন্ট
সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লা’র স্ত্রী বেগম সাহান আরা আবদুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। বেগম সাহান আরা আবদুল্লাহ বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লা’র মা ।
রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবজাল হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে, গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বজনেরা শাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা পরে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar