অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০১৭ | ৮:৩৩ অপরাহ্ণ
গত বছর বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ জেতা হয়নি ইংল্যান্ডের। প্রথম ম্যাচটা খুব কষ্ট করে জেতার পর হেরেই গিয়েছিল দ্বিতীয় ম্যাচটা। এবার বাংলাদেশ সফরে এসে তাই বেশ সতর্ক অবস্থায় আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণ ঠেকাতে বিশেষ কায়দায় অনুশীলন করছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতির সময় অসি ব্যাটসম্যানরা অনুশীলন করেছেন প্যাড ছাড়া। স্পিনারদের ভালোভাবে মোকাবিলা করার জন্যই এমন কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘এই কৌশল আসলে শুরু হয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাটিং কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। ব্যাট দিয়েই সব বল খেলার কথা মাথায় রেখে এই জিনিসটা করা হয়েছে। আপনার সামনের পায়ে যদি প্যাড না থাকে, তাহলে আপনি স্বাভাবিকভাবেই বলগুলো খেলতে চাইবেন ব্যাট দিয়ে।’
বাংলাদেশের স্পিনারদের কথা মাথায় রেখেই যে এই অনুশীলনগুলো গুরুত্ব দিয়ে করা হচ্ছে, সেটাও স্বীকার করে নিয়েছেন ম্যাক্সওয়েল, ‘এই জিনিসটা আরো বেশি করে করা হয়েছে স্পিনারদের কথা মাথায় রেখে, যারা বারবার শুধু স্টাম্প বরাবরই বল করে। বাংলাদেশের বোলাররা এই কাজটা খুব ভালোভাবে করে। তারা সব সময় স্টাম্প লক্ষ্য করে বল করেন আর ব্যাটসম্যানদের রক্ষণের পরীক্ষা নেন।’
বাংলাদেশের স্পিনাররা যে সত্যিই হুমকি হয়ে উঠতে পারেন, সেটা ইংল্যান্ড খুব ভালোমতোই টের পেয়েছিল। প্রায় সব ইংলিশ ব্যাটসম্যানকেই সাজঘরে ফিরতে হয়েছিল স্পিনারদের শিকার হয়ে। ফলে এবার সাকিব-মিরাজদের নিয়ে একটু বেশিই সতর্ক স্মিথ-ওয়ার্নাররা।