অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০১৭ | ১২:০৮ অপরাহ্ণ
সময়টা বেশ ভালই যাচ্ছে ক্রিস গেইলের। কয়েকদিন আগেই একটি সংবাদমাধ্যমের বিপক্ষে মানহানির মামলায় অস্ট্রেলিয়ায় শেষ হাসি হেসেছেন তিনি। তবে এতেই সন্তুষ্ট হচ্ছেন না বিধ্বংসী ক্রিকেটার। জরিমানা দেওয়ার বদলে এখন তিনি অন্য রকম পরিকল্পনা করছেন। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পেয়েছেন তিনি। আসলে তিনি ঠিক করেছেন মামলা সংক্রান্ত ভিতরের সব তথ্য নিয়ে একটা সাক্ষাৎকার দেবেন। এক ঘণ্টার সেই সাক্ষাৎকারের জন্য মূল্যও তিনি নির্ধারণ করে ফেলেছেন। মাত্র সাড়ে তিন লাখ ডলার (প্রায় তিন কোটি টাকা)। পত্রিকাগুলোর কাছে তাঁর চাওয়া তাই খুব ‘বেশি’ নয়! তেমনটাই ধারণা তাঁর।
ক্রিস গেইলের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৫ বিশ্বকাপের সময় এক মহিলা ম্যাসাজ থেরাপিস্টের সঙ্গে তিনি নাকি অশালীন আচরণ করেছিলেন! এই খবরটাই প্রকাশ করেছিল অজি মিডিয়া ফায়ারফক্স। এতে ক্ষুব্ধ হয়ে মামলা করেছিলেন তিনি। জয়ীও হয়েছেন। এই মুহূর্তে গেইলের দাবি, এই মামলার পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে এক আস্ত চলচ্চিত্রও বানানো সম্ভব। টুইটারেই তিনি জানিয়েছেন, ‘‘আকর্ষণীয় একটি গল্প রয়েছে আমার। এটা ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার হতে পারে। নয়তো আমার পরবর্তী বইয়ের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।’’
সাক্ষাৎকারের মূল অংশ কী হবে, সেটাও খোলসা করেছেন ক্যারিবিয়ান তারকা, ‘‘কোর্টে কী হয়েছিল সেটা বলা হবে। পাশাপাশি বলা হবে অস্ট্রেলিয়ায় পর্দার আড়ালে কী হয়েছিল, কী ভাবে আমাকে আজীবন নিষিদ্ধ করার প্রচেষ্টা চলেছে। সব শোনার পর একটা সিনেমা মনে হবে। কিছু বাদ রাখব না। সাড়ে তিন লাখ ডলার দিয়ে সাক্ষাৎকারের নিলাম শুরু করলাম।’’
এর পরেই তিনি জানিয়ে দিয়েছেন, এই গল্প পুরোটা জানতে হলে জামাইকাতে যেতে হবে সাংবাদিকদের। সাক্ষাৎকার নিলামে কিনতে কেউ আগ্রহী হয়েছেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।