
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া রাশিয়ার এএন-২৬ বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সম্ভাব্য ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধার জাহাজ পাঠানো হয়েছে।
মঙ্গলবার রুশ জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানায়, এএন-২৬ বিমানটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড্ডয়নের পর যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয় সেটি নিখোঁজ হয়েছে।
দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, বিমানটিকে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র: স্পুৎনিক নিউজ, রয়টার্স
Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar