আজকের অগ্রবাণী ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০১৭ | ১১:৫৪ পূর্বাহ্ণ
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ ভেসে এসেছে।
বুধবার সকালে টেকনাফে শাহপরীর দ্বীপের মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়া তীরে মরদেহ পাওয়া গেছে।
শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল হক ও নূরুল আমিন জানান, সকালে তিন শিশু ও দুই নারীর মরদেহ সাগর তীরে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে পাঁচটি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৩ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেল।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আগস্টের শেষ দিকে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ১০ দিনে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তারা আশ্রয় নিয়েছে টেকনাফ ও উখিয়ার উপকূলীয় এলাকায়।
বিভিন্ন দাতা সংস্থা, সংগঠন ও স্থানীয় লোকজন অসহায় ওই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে।