
| শনিবার, ২৭ জুন ২০২০ | প্রিন্ট
সাতক্ষীরার সাত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।
Posted ৬:০০ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar