অনলাইন ডেস্ক | ১৯ আগস্ট ২০১৭ | ৫:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে বিশাল আকৃতির চারটি পদ্ম গোখরা সাপ ধরেছেন সাপুড়েরা। এ সময় একই স্থান থেকে ৭২টি ডিম পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সৈয়দ আকরাম আলীর বাড়ির পুকুরের সিঁড়ির নিচ থেকে সাপগুলো ধরা হয়।
সৈয়দ আকরাম আলী বলেন, বাড়ির পুকুরের সিঁড়ির তলায় সাপ দেখতে পেয়ে উপজেলার মাদকাটি গ্রামের সাপুড়ে আমজাদ হোসেন ও খুব্দীপুর গ্রামের সাপুড়ে আব্দুল জলিলকে খবর দেই।
পরে সাপুড়েরা এসে সিঁড়ির নিচের গর্ত থেকে বিশাল আকৃতির চারটি পদ্ম গোখরা সাপ ধরেন। এসময় একই স্থান থেকে ৭২টি ডিমও উদ্ধার করা হয়েছে। সাপগুলো সাপুড়েরা নিয়ে গেছে বলেও জানান আকরাম আলী।