
সাতক্ষীরা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের রহমান উজিয়া কাগুজির ছেলে মো: আজগর আলী (৪৫) , তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), আজগর আলীর কন্যা আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (৭)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সবুর। মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মানব পাচাররোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানান বিজিবি’র এই অধিনায়ক।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar