অনলাইন ডেস্ক | ২২ মার্চ ২০১৭ | ৬:৩৯ অপরাহ্ণ
কলম্বোতে অভিষেক টেস্ট ম্যাচে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে সাবলীল ভূমিকা পালন করেছেন এ তারকা ক্রিকেটার। বুধবার শ্রীলংকা একাদশের বিপক্ষে সাব্বির রহমানের পর মোসাদ্দেকও তুলে নিয়েছেন দারুণ এক অর্ধশতক।
মাত্র ৫০ বল খেলে ২টি ছক্কা ও ৪টি চারের মারে হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান। ধনঞ্জয়ের বলে আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান।
এর আগে প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশের সামনে ৩৫৫ রানের বিশাল পাহাড় দাঁড় করায় স্বাগতিক শ্রীলংকা একাদশ। আর জবাবে শুরুতেই ইমরুলে উইকেট খুইয়ে হোচট খেলো টাইগাররা। তবে সাব্বির, সৌম্য, মাহমুদউল্লাহ ও মাশরাফির ব্যাটিং নৈপুণ্যে বেশ ভাল জবাবই দিচ্ছে সফরকারীরা।