
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ মে ২০২২ | প্রিন্ট
ঢাকার সাভারে একটি ট্যানারির ভেতরে ড্রাম থেকে বাপ্পী নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বিসিক শিল্প নগরীর এ আই বি ট্যানারি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, বিকেলে ওই ট্যানারিতে একটি ড্রামের ভেতরে ভাড়াটে শ্রমিক বাপ্পী নামে ওই শ্রমিকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম।
অপরদিকে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar