অগ্রবাণী ডেস্ক | ০১ এপ্রিল ২০১৭ | ১:১৫ অপরাহ্ণ
সাভারে যাত্রীবাহী বাসচাপায় দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হল- সুমন (১৪) ও তার বন্ধু রোড (১৫)।
শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আমিনবাজারের তুরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাছেদ মিয়া জানান, ভোরে রাজধানীর শ্যামলী থেকে দুই বন্ধু বাইসাইকেলে সাভারে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
দুই বন্ধুকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই বাছেদ।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |