সাভার প্রতিনিধি: | ২৭ মে ২০১৭ | ১২:১২ অপরাহ্ণ
সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রাখার প্রায় ১৫ ঘন্টা পর পৌছেছে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল।
শনিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে এসে পৌছায় বোম ডিসপোজাল ইউনিট।
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নামাগেন্ডায় সিরাজুল ইসলাম সাকিবের ৬ষ্ঠ তলা ভবনটি ঘিরে রাখে। এর আগে ঐ এলাকায় আনোয়ার মোল্লার বাড়িতে জঙ্গি রয়েছে এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছুই পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানানা, রাতে অভিযান বন্ধ করে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিসহ বেশ কিছু বাড়ি কটোন করে রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ঐ বাড়ির তালাবদ্ধ একটি কক্ষে বোমা তৈরির সরঞ্জামসহ বোম রয়েছে। সকালে উর্ধ্বত
শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্টার টেরোরিজমের সদস্য, পুলিশ, র্যাবসহ গোয়েন্দা পুলিশের কয়েক শত সদস্য ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।
অভিযান পরিচালনার জন্য আশপাশের বাড়ির লোকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।