অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৪৯ অপরাহ্ণ
ছিল সিক্স প্যাক। হয়ে গেল ভুঁড়ি! এহেন পরিবর্তন হলে, অনেকেরই চোখে জল আসবে, কিন্তু রাজকুমার রাওয়ের ঠোঁটে হাসি আর ধরে না!
এ আর এমন কী ব্যাপার? আমির খান ‘দঙ্গল’ ছবির জন্য ওজন বাড়িয়ে ৯৫ কেজি হয়েছেন। সালমান খানও একইভাবে ওজন বাড়িয়েছিলেন। কিন্তু রাজকুমার শুধু চরিত্রের জন্যেই নয়, আদর্শের জন্য ওজন বাড়ালেন!
অল্টবালাজি প্রোডাকশন ‘বোস-ডেড অর অ্যালাইভ’ ছবিতে নামভূমিকায় আছেন তিনি।
ওজন বাড়ানোর পাশাপাশি মাথাও মুড়িয়েছেন রাজ কুমার রাও। একটাই কারণ, নেতাজির চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে তপস্যার অবসান। কঠিন পথ পেরনোর সমান।
এখন খাওয়াদাওয়ার ব্যাপারেও তিনি উদারহস্ত। মিষ্টি, পিৎজা, বিরিয়ানি, পরটা কিছুই বাদ যাচ্ছে না!
যেদিন থেকে আবিষ্কার করলেন যে, আয়নায় আর আগের রাজকুমারকে দেখা যাচ্ছে না, সেদিন থেকেই রাজকুমার হাসছেন আর সেলফি তুলছেন! দেখা যাক, ছবিতে তিনি কতটা সাফল্যের হাসি হাসতে পারেন।