অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট ২০১৭ | ১:৩৪ অপরাহ্ণ
কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে হাতের চারটি আঙুল হারিয়েছে আড়াই বছর বয়সী শিশু আয়াজ হোসেন। চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের বলহরা গ্রামে মঙ্গলবার বেলা এগারটায় এ ঘটনা ঘটে। আহত আয়াজ চিওড়া ইউনিয়নের চাপিরতলা গ্রামের আনিস চৌধুরীর পুত্র। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আয়াজ ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার সকালে বলহরা গ্রামের প্রবাসী নুরুল হক মজুমদারের বাড়ির ছাদে জমে থাকা পানি তার ছোট মেয়ে তানজিনা আক্তার পরিস্কার করে। পরিস্কার করার পর ছাদের পানি পাশের আমির হোসেনের উঠানে পড়ে। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে আমির হোসেনের মাদকাসক্ত সন্ত্রাসী আশিকুর রহমান শুভ (২২) ধারালো অস্ত্র দিয়ে শিশু আয়াজের বাম হাতের চারটি আঙ্গুল কেটে ফেলে দেয়।
এছাড়াও শুভ আয়াজের শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরিবারের লোকজন আহত আয়াজকে উদ্ধার শেষে প্রথমে কুমিল্লার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আয়াজকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শুভ ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলেও জানায় স্থানীয়রা।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, আহত শিশু আয়াজের অভিভাবক বাদি হয়ে মামলা করেছে