
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৮ মে ২০২২ | প্রিন্ট
সারিন্দা নিয়ে প্রবাদ রয়েছে ‘আমি কই কি, আমার সারিন্দা বাজায় কি।’ প্রবাদটির অর্থ হলো- কথায় ও কাজে মিল নেই। অর্থাৎ আমরা যা বলি তার সঙ্গে কাজের মিল নেই। প্রবাদটি সকলের কাছে পরিচিত হলেও যে বাদ্যযন্ত্রটি নিয়ে এটি রচিত সেই ‘সারিন্দা’ যন্ত্রটি সকলের কাছে অনেকটা অপরিচিত। কালের বিবর্তনে এটি হারিয়ে যাওয়ার উপক্রম। এর প্রধান কারণ প্রথমত তৈরিকারকের অভাব, দ্বিতীয়- বাদকের অভাব। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ময়মনসিংহে তিনদিন ব্যাপী প্রাচীন সব সারিন্দা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে এশিয়ান মিউজিক মিউজিয়াম।
ময়মনসিংহ নগরীর টাউনহল এলাকায় মিউজিয়ামে তিনদিনব্যাপী এই আয়োজনের সঙ্গে রয়েছে পুঁথি পাঠ, বাউল বৈঠক, শিশুদের সংগীত ও যন্ত্রসংগীত। আয়োজনটির সঙ্গে সমন্বয়করী হিসেবে কাজ করছে জয়িতা অর্পা ও শৈল্পিক নির্দেশনায় জাওয়াতা আফনান। তিনদিন ব্যপী আয়োজনের সহোযোগিতায় রয়েছে নোভিস ফাউন্ডেশন ও ময়মনসিংহ বাউল সমিতি। প্রদর্শনী প্রতিদিন সকাল ১২টা থেকে রাত ৮টা সকলের জন্য উম্মুক্ত। বুধবার থেকে শুরু হবে প্রাচীন সারিন্দার প্রদর্শনী।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar