
সাইফুল ইসলাম, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | প্রিন্ট
ফরিদপুরের সালথার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই দল গ্রামবাসীর সংঘর্ষের জের ধরে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের গোয়ালচামট মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ওসি আহাদুল ইসলাম বলেন, সালথা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ওই মামলায় সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। রিপোর্ট লেখার সময় তাকে থানা থেকে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিচ তলার একটি কক্ষে রাখা হয়েছিল।
জানা যায়, সোমবার (৯ মার্চ) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন পুলিশসহ ২৫ জন আহত হন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্য এসআই মোস্তফা বাদী হয়ে ওয়াহিদুজ্জামানকে প্রধান আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, ২০১৪ সালে সালথা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ওয়াহিদুজ্জামান। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar