
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: | শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম করায় ফরিদপুরের সালথায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া ও ভাওয়াল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের আগে দোকান খোলে জনসমাগম করায় ভাওয়াল বাজারে মুদি দোকানদার তরুন সরকারকে ৫শ’ টাকা এবং চায়ের দোকান না খোলার নির্দেশ অমান্য করায় নারানদিয়া বাজারে চায়ের দোকানদার ইলিয়াছ হোসেনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar