
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | শনিবার, ২১ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসের কারণে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ফরিদপুরের সালথা উপজেলা সদর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালথা সদর বাজারের সকল চাল ও মুদি দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের কারণে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন মূল্যে বৃদ্ধি করা যাবে না। দোকানে রাখা চার্ট অনুযায়ী সকল পণ্যে বিক্রয় করতে হবে। কোন অবস্থায় কারো কাছে প্রয়োজনের বেশি পণ্য বিক্রয় করা যাবে না। এসকল নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রতিটি দোকানের কর্মচারীদের হ্যান্ড সেনেটারী ও মাক্স ব্যবহার করতে হবে। সকলের সচেতনতায় পারে এই প্রাদূর্ভাবকে কাটাতে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar