
সালথা প্রতিনিধি | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় মুজিব বর্ষের ক্ষণগণনা (countdown) উপলক্ষ্যে সালথা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রের সাথে একক সেলফি তুলে এবং সেলফি কমেন্টে পোস্ট করে ২১ ফেব্রুয়ারিতে বিজয়ী হয়েছেন সংবাদকর্মী ও শিক্ষানুরাগী সালথা উপজেলার বিভাগদী গ্রামের মো. সাইফুল ইসলাম ।
১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৬০ দিনব্যাপী ১৭ মার্চ এই প্রতিযোগিতা প্রতিদিন দুপুর ১২ থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে । কমেন্টে পোস্টকৃত ছবি সেইদিনের মূল্যায়নের জন্য বিবেচনা করা হয়। তবে আগের যে ছবিগুলো পুরস্কার না পায়, তাদেরগুলোও পরের দিনগুলোতে বিবেচনা করা হয় ।
প্রতিদিনই সেরা সেলফি পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে মুজিব বর্ষের লোগো বিশিষ্ট একটি সুদৃশ্য মগ ও ব্যাগ।
এই প্রতিযোগিতায় উপজেলা পরিষদের ও সালথার উপজেলা পরিষদে অবস্থিত কোন সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করতে পারবেন না ।
প্রতিদিনের সেরা ছবির ব্যক্তিকে পুরস্কার দেয়া হচ্ছে কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে। পুরো প্রতিযোগিতায় একজন ব্যক্তি একবারই মাত্র এই পুরস্কার পাচ্ছেন।
Posted ৭:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar