অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০১৭ | ৯:৫১ পূর্বাহ্ণ
বিভিন্ন সময় প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের তারকা সালমান খান। সর্বশেষ রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরই মাঝে এই দুই তারকার অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
সম্প্রতি ভাগনে আহিলের জন্মদিন উপলক্ষে স্বপরিবারে মালদ্বীপে গেছেন সালমান খান। সালমানের পরিবারের সঙ্গে মালদ্বীপে গেছেন লুলিয়াও। আর সেখানে সালমান ও লুলিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান-লুলিয়ার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে সালমানকে লুলিয়া জড়িয়ে ধরে আছেন এমন দৃশ্য দেখা গেছে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এ ছবিটি। শুধু তাই নয়, বিভিন্ন ছবিতে সব সময় সালমানের পাশে লুলিয়াকে দেখা গেছে।