মাকসুদা আক্তার প্রিয়তি | ০৯ আগস্ট ২০১৭ | ২:০৫ অপরাহ্ণ
গত বিশ বছরে যেহেতু আরেক টা সালমান শাহ্ এর সৃষ্টি হয়নি, পরবর্তী চল্লিশ বছরেও হবে বলে আমার মনে হয় না। ওরা একবার ই আসে।
একজন মা বিচারের আশায় ছোট ছোট clue সহ এতো বিষয় বস্তু নিয়ে মিথ্যা কথা বলতে পারে না আর একজন স্ত্রী, তার স্বামী মারা যাওয়ার এতো অল্প সময়ের মধ্যে আরেকটি বিয়েও করতে পারে না যদি তার স্বামী কে একদিন এর জন্য ভালোবেসে থাকে।
সারা রাত ভর সব ধরনের নিউজ ক্লিপ দেখে যে কেউ ই চোখ বন্ধ করে এই উপসংহার এ আসতে পারে। যদিও আইনের ভাষা আলাদা। আইন তার সরবউচ্চ, স্বচ্ছ ও সক্রিয় ভুমিকা রাখবে এই আশা বা দাবী রাখছি।