
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট
কোপা ডে লা লিগার শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। রোববার অ্যাটলেটিকো টিগ্রো’কে ৩-০ গোলে হারায় বোকা। এই জয়ে ঘরের মাঠ লা বোম্বোনেরায় ৫০তম ট্রফি নিশ্চিত করেছে আর্জেন্টিনার তারকাবহুল ক্লাব বোকা জুনিয়র্স।
শিরোপা জয়ের এই ম্যাচে প্রথম গোলটি করেছেন ম্যানইউর সাবেক আর্জেন্টাইন তারকা মার্কোস রোহো। ট্রফি নিশ্চিত হতেই মাঠে সিগারেট-বিয়ারে মত্ত হতে দেখা যায় ৩২ বছর বয়সীয় এই তারকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।
রোববার সিরি আ’ লিগ শিরোপা জিতে একই কাণ্ড ঘটিয়েছিলেন এসি মিলানের সুইডিশ তারকা জ্জলাতান ইব্রাহিমোভিচ। সিগার টেনে আর শ্যাম্পেইন ছিটিয়ে মিলানের ১৯তম শিরোপা উদযাপন করেন ইব্রাহিমোভিচ।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar