
| শুক্রবার, ২৬ জুন ২০২০ | প্রিন্ট
সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪২ হাজার নয়শ ৫৫ জন এবং মারা গেছে ২৬ জন। এরই মধ্যে দেশটিতে সেরে গেছে মোট ৩৬ হাজার ছয়শ চারজন। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার তিনশ ২৫।
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থতার হার বেড়েছে। নতুন করে দু’শ ১৯ জন করোনা রোগী শনাক্ত হলেও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে নতুন তিনশ চারজন।
আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, আজ শুক্রবার আক্রান্তদের মধ্যে পাঁচ জন সিঙ্গাপুরের নাগরিক এবং অন্যরা কাজের অনুমতি নিয়ে ডরমেটরিতে বাস করেন।
দেশটিতে করোনা রোগী ছয় হাজারের বেশি হলেও মাত্র ১৮৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে মাত্র একজনের অবস্থা গুরুতর। তাকে নিবিড় পরিচর্যকেন্দ্রে রাখা আছে।
সূত্র : এসসিএমপি
Posted ৫:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar