ইমরান খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ | ২৪ জুন ২০১৮ | ৫:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দশ জন।
রবিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার আনারুল (৫০), তরিকুল ইসলাম (২৯), আব্দুল্লাহ শেখ (১৮), কাওসার রহমান (৪৩), রাজশাহী জেলার বিকাশ চন্দ্র (১৮) ও কুড়িগ্রাম জেলার ওসমান গণীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে আর.পি রোকেয়া এন্টারপ্রাইজের একটি বাস ঢাকায় যাচ্ছিল। ভোরে বাসটি সলঙ্গা থানার হরিনচড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ হইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে।