| ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দু’গ্রুপের উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানায়, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইদ্রিস গ্রুপ ও আফসার গ্রুপের লোকজন দু’ভাগে বিভক্ত ছিল। এর আগেও দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
এরই জের ধরে রোববার সকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় তিন শতাধিক গ্রামবাসী দু’দলে বিভক্ত হয়ে লাঠিসোঁটা, রাম দা, হাঁসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক বা গ্রেফতার করা হয়নি।