
ডেস্ক | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন ফটক ধসে পড়ে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের রাশিদুল ইসলাম (২৬), সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলার খাদেম আলী (৫০)। আহতরা হলেন তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের শফিকুল ইসলাম (৩১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ওই কলেজের মাঠে গরু-ছাগলের হাট বসে। বিকেলে কলেজের নির্মাণাধীন ফটক ধসে পড়লে ছয়জন গুরুতর আহত হন। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান।
Posted ৭:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar