
| রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসালমের নির্বাচনী এলাকায় পুনরায় ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই ওয়ার্ডে মোট ৭ হাজার ৫৬৭ জন ভোটার রয়েছেন। এই ওয়ার্ডে ছয়জন প্রার্থী কাউন্সিলর পদে লড়ছেন। এর মধ্যে পূর্বের পাঁচ প্রার্থীর সঙ্গে নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন ডালিম প্রতীক নিয়ে নতুন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ নিয়োজিত রয়েছে।
গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ফলাফল ঘোষণার পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম। পরে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী তফসিল দিয়ে ২৮ ফেব্রুয়ারি পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।
Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar