অগ্রবাণী ডেস্ক | ২৪ মার্চ ২০১৭ | ৮:৫১ পূর্বাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা বাড়ির ভেতর জঙ্গিরা অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য বাড়িটিকে ঘিরে ফেলে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময় পুলিশ বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, বাড়ির ভেতরে বিকট শব্দে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ভেতরে জঙ্গিরা অবস্থান করছে। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু বলতে চাননি পুলিশ কর্মকর্তা।
অপর এক পুলিশ কর্মকর্তা জানান, গত রাত সাড়ে ১০টার দিকেই আমরা বাড়িটির আশপাশে অবস্থান নেই। বাড়িটির ভেতরে সাধারণ পরিবারও রয়েছে। তাদের যাতে কোন ক্ষতি না হয় সেইদিক বিবেচনা করে অভিযানে সময় নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |