| ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১০:০১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ভারতীয় মদের চালানসহ মো. হালিম (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ডিবি’র অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী উপজেলার সীমান্তবর্তী পূর্ব জাফলং বল্লাঘাট এলাকা থেকে তাকে আটক করেন।
আটক মো. হালিম উপজেলার জাফলং ইউনিয়নের মোহাম্মপুর গ্রামের মৃত ফকু মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৩০ বোতল মদ উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।