নিজস্ব প্রতিবেদক | ২১ জুন ২০১৮ | ৬:৫৭ অপরাহ্ণ
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
অসুস্থ মাকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে বুধবার রাত আটটার দিকে নিজেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতিঝিলের কাউন্সিলর মমিনুল হক সাঈদ বলেন, বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে হঠাৎ স্টোক করেন সম্রাট ভাই। এরপর তাকে ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবাধয়নে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বিকাল ৫টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। সম্রাটের অসুস্থতার খবর পেয়ে সকালে হাসপাতালে দেখতে যান যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।