আসিফ হাসান কাজল; মাগুরা প্রতিনিধি | ২৩ জুন ২০১৭ | ১০:৩৭ পূর্বাহ্ণ
মাগুরা শালিখা উপজেলার সীমাখালী চিত্রা নদীর ওপর নির্মিত জোড়া স্টিল সেতুর একটি সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে জোড়া স্টিলের নির্মিত সেতুটির একটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। এ সময় সওজের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমীন, যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ মিয়া, মাগুরার নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি সেতুটি অতিরিক্ত মালবোঝাই ট্রাক সহ সেতুটি ধসে পড়ে। যার জন্য দক্ষিন পশ্চিম অঞ্চল এর সংযোগ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মাগুরা-যশোর যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়ক পথে চলাচলকারীদের মাগুরা-ঝিনাইদহ সড়ক পথে প্রায় ২৮ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছিল।
দরপত্র প্রক্রিয়া শেষ করে গত ২৪ মার্চ থেকে জোড়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। মাগুরার এইচআর, নড়াইলের ইডেন ও খুলনার এলি নামে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি পায়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও নির্মানে অতিরিক্ত সময় ব্যয় হয়। সেতুর অপরটি তিন-চার দিনের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার বলেন, জোড়া সেতুর একটি আজ (গতকাল) উন্মুক্ত করা হলো। অন্যটি খুলে দিতে আরও তিন-চার দিন সময় লাগবে।পাশেই দ্রুত সময়ের মধ্যে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে।