আজকের অগ্রবাণী ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০১৭ | ৬:৫৯ অপরাহ্ণ
রোহিঙ্গাদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধ করছে মিয়ানমারের সামরিক বাহিনী ও শসস্ত্র জনগণ। কিন্তু এসব বন্ধে সে দেশের সরকার অং সান সুচি কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা। তাই প্রকাশ্যে এসব অপরাধে ইন্ধন যোগানোর অপরাধে সুচি’র নোবেল পুরষ্কার কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) এর গোল টেবিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত প্রয়াত শিল্পী আব্দুল জব্বারের শোক সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, নোবেল কমিটির ভেবে দেখা উচিৎ সুচির নোবেল কেড়ে নেয়ার ব্যাপারে।
হাছান মাহমুদ বলেন, সারা দেশের মানুষ যখন রোহিঙ্গা ইস্যুতে অস্থিরতায় ভুগছে তখন বেগম খালেদা জিয়া লন্ডনে সপিংয়ে ব্যস্ত। এর আগে যখন দেশে বন্যা চলছিল তখন খালেদা জিয়া লন্ডনে বসে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠকে ব্যস্ত ছিলেন।