
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
সুদের টাকা পরিশোধ করতে না পেরে দেনায় জর্জরিত হয়ে মো. কাওছার হোসেন রুবেল নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গত ৩০ জুন বুধবার বিকেলে বিষপান করেন রুবেল।
এরপর চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। রুবেল শহরের কৃষ্ণকাঠি এলাকার মৃত আজিজ মাঝির ছেলে। তিনি তিন শিশু কন্যার জনক ছিলেন। বড় কন্যা এবারে এসএসসি পাশ করেছে।
প্রতিবেশী মিজানুর রহমান গাজী ও শফিকুল ইসলাম জানান, জেলা পরিষদ ভবনের সামনে একটি চায়ের দোকান ছিলো রুবেলের। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। কয়েকটা এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তোলায় কাঙ্ক্ষিত ব্যবসা না হওয়ায় সংসার চালিয়ে কিস্তি দিতে অসামার্থ্য হন। এতে দিন দিন দেনায় জর্জড়িত হয়ে নিজের প্রতি বিরক্ত হয়ে ওঠেন।
কয়েকদিন পূর্বে ভীষন্নতায় ভুগে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করেন। ঘরে অচেতন হওয়ায় স্ত্রী-সন্তানরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। দুইদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যান। বুধবার বিকেলে বিষপান করলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar