
| মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ জাতীয় যুব সংহতির নেতা গোলাম রাব্বানী রুবেলকে (৩৩) আটক করেছে পুলিশ। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। রুবেল শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান কালিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম।
তিনি জানান, অপর এক মামলায় আটক আসামি মাহবুব ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে গোলাম রাব্বানী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar