অনলাইন ডেস্ক | ২৭ মে ২০১৭ | ২:০৩ অপরাহ্ণ
সুন্দরবনের নাংলী ক্যাম্পের মাদ্রাসার ছিলা এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। তবে বন বিভাগের দাবি, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও গ্রামবাসীর সহায়তায় ফায়ার লাইন কেটে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন টাইগার টিম এবং স্থানীয় কয়েকশ লোকজন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন।
শুক্রবার বিকেল থেকে ফায়ার লাইনের বাইরে আগুন ছড়িয়ে না পড়লেও এখনো বিভিন্ন স্থানে ফুলকি দিয়ে আগুন জ্বলছে। যেখানেই আগুন দেখা যাচ্ছে সেখানেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পানি দিচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গঠিত তিন সদস্যদের তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও আগুন সম্পূর্ণ নিভানোর কাজে ফায়ার সার্ভিস কাজ করছে। সেইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী সহযোগিতা করছে।
তদন্ত কর্মকর্তা আরো বলেন, প্রায় এক একর বনভূমির সব গাছপালা (বলা গাছ, ছন, গুল্ম-লতা-পাতা) পুড়ে গেছে। এতে বনের ও পরিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণে কাজ চলছে।
শুক্রবার সকালে মাদ্রাসার ছিলা এলাকা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।