অনলাইন ডেস্ক | ০৯ এপ্রিল ২০১৭ | ২:৩০ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত বিএনপিপন্থী অংশের নেতাদের সঙ্গে ৯ এপ্রিল রোববার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ অনুষ্ঠান হবে। এতে সুপ্রিম কোর্টের জাতীয়তাবদী আইনজীবী ফোরামের নেতারাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা নীল প্যানেলের অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এ প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি উম্মে কুলসুম বেগম রেখা, সহসম্পাদক শামীমা সুলতানা দিপ্তী, সদস্য আয়েশা আক্তার, মৌসুমি আক্তার, মুহাম্মদ হাসিবুর রহমান ও শেখ তাহসিন আলী।