
| রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
একসঙ্গে রেডিও শোতে হাজির হচ্ছেন দুই বাংলার আলোচিত জুটি সৃজিত-মিথিলা। তানভীর তারেকের সঞ্চালনায় জাগো এফএমের ‘রাতাড্ডা’ অনুষ্ঠানে অংশ নিবেন তারা। সময়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর তারেক।
টানা ২ ঘণ্টার এই অনুষ্ঠানে সৃজিত-মিথিলার জীবনের নানান গল্পে উঠে আসবে। পরিচয়, প্রেম, বিয়ে, ক্যারিয়ার, নানা সমালোচনার জবাব ও ভবিষ্যৎ পরিকল্পনাও জানাবেন এ জুটি। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হবে ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় জাগো এফএম এবং তানভীর তারেকের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ-এ।
এদিকে তাহসানের সঙ্গে কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সৃজিত। যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘রাতাড্ডা’ শো থেকে। এক প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, তাহসানকে নিয়েও গল্প লিখতে পারি। তবে গান নিয়ে কাজ হবে শিগগিরই। আগামী কোনো সিনেমায় তাহসানের গান থাকছে।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar