
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকার একটি বাঁশ বাগান থেকে উদ্ধার করা প্রতিবন্ধী কিশোর রাকিব শেখকে (১৪) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ ওই কিশোরকে তার বাবার হাতে তুলে দেন।
এ সময় নিখোঁজ সন্তানকে দীর্ঘদিন পর কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা কাওছার শেখ।
রাকিবের বাড়ি পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলা সদরে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম, এম ওয়াহিদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তারভীর আহমেদ ও স্থানীয় সংবাদকর্মীরা।
এর আগে গত ১১ জুন দৈনিক আজকের অগ্রবাণী অনলাইনে ‘বাঁশবাগানে ফেলে যাওয়া কিশোরকে উদ্ধার করলেন ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, গত ১১ জুন সকালে উপজেলার চাপ্তা বড় মাঠ এলাকার একটি বাঁশবাগানে ওই কিশোরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি মুঠোফোনে আমাকে জানায়। আমি খবর পেয়ে সরেজমিনে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় তাকে এম্বুলেন্স করে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই কিশোরকে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। শুক্রবার ওই কিশোরের বাবাকে এনে তার হাতে ওই কিশোরকে তুলে দেয়া হয়।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar